১৪ বছর ইংলিশ প্রিমিয়ার লিগে কাটিয়েছেন হ্যারি কেইন। তাও মাত্র একটি ক্লাবের হয়ে। টটেনহ্যাম হটস্পার। লম্বা একটি সময় লন্ডনের ক্লাবটিতে কাটিয়েছেন তিনি। এর মধ্যে ধারে খেলতে গিয়েছেন লেইটন ওরিয়েন্ট, মিলওয়াল, নরউইচ সিটি এবং লেস্টার সিটিতে। এছাড়া আর কোনো বড় ক্লাব কেইনের প্রতি আগ্রহ দেখায়নি তখন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেন ২০১৫ সাল থেকে। ২০১৭ সাল থেকে ইংল্যান্ড জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। টটেনহ্যামের হয়ে ২১৩ ম্যাচে ৩১৭টি গোল করেও ইংলিশ প্রিমিয়ার লিগের বড় কোনো ক্লাবের মন জয় করতে পারেননি কেইন। অবশেষে ২০২৩ সালে ইংল্যান্ড ছেড়ে কেইন পাড়ি জমান জার্মানিতে, বায়ার্ন মিউনিখের হয়ে খেলার জন্য। বায়ার্নের হয়ে খেলা শুরুর পর থেকে একের পর এক গোল করেই যাচ্ছেন কেইন। আক্ষরিক অর্থেই গোল মেশিনে পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি বায়ার্নের হয়ে দ্রুততম গোলের সেঞ্চুরিও...