বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’তে এ বছরই নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম সমাবর্তন এবং ছাত্রসংসদ নির্বাচন হওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। পাশাপাশি নির্ধারিত সময়েই ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় ছাত্রসংসদ, সমাবর্তন, বিশ্ববিদ্যালয় দিবস পালন, ইউজিসির সদস্যপদ লাভ, মাস্টারপ্লান, অডিটোরিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচারসহ নানা বিষয়ে কথা বলেন। অধ্যাপক ড. শওকাত আলি বলেন, আমরা খুব শিগগিরই গেজেট পাবো। ছাত্রসংসদ নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া, কারণ এটি বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত নেই। তবে আমি আমার প্রিয় বেরোবিকে আশ্বস্ত করছি— স্বায়ত্তশাসিত ৪টি বিশ্ববিদ্যালয় বাদে প্রথম...