‘ভাইস প্রিন্সিপাল’খ্যাত মার্কিন অভিনেত্রী কিম্বারলি হেবার্ট গ্রেগরি মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫২ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইর্য়ক টাইমস এ খবর প্রকাশ করেছে। কিম্বারলি হেবার্ট গ্রেগরি ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছিলেন অভিনেতা-গায়ক চেস্টার গ্রেগরির সঙ্গে। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। যদিও এ সংসার ভেঙে গেছে।আরো পড়ুন:থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে অনিশ্চয়তা থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ ট্রাম্পের কিম্বারলি হেবার্ট গ্রেগরির মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে কাব্যিক রীতিতে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন চেস্টার গ্রেগরি। তাতে তিনি লেখেন, “কিম্বারলি হেবার্ট গ্রেগরি তুমি ছিলে আলোর প্রতিমূর্তি। একজন কৃষ্ণাঙ্গ নারী, যার বুদ্ধিমত্তা প্রতিটি ঘরে আলো জ্বেলেছে। যার উপস্থিতি একসঙ্গে বহন করেছে আগুন আর মমতা। তুমি আমাদের শিখিয়েছিলে...