বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান রহমান খান সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি আর গান করবেন না। অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নেবেন তিনি। ভক্তদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়তেই সবাই হতাশ। তবে রবিবার সন্ধ্যায় এক বিশেষ ইভেন্টে মঞ্চে উপস্থিত হয়ে তিনি নিজেই গান দিয়ে ব্যাখ্যা দিয়েছেন তার সিদ্ধান্তের কারণ। ঢাকার কুড়িলের বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) ভিভোর নতুন ফোন লঞ্চিং ইভেন্টে তাহসানকে মঞ্চে দেখা যায়। সেখানে কেন সংগীতকে বিদায় জানাচ্ছেন জানালেন তাহসান। অনুষ্ঠানে প্রথমেই তিনি গেয়ে ওঠেন ‘প্রেম, তুমি আসবে এভাবে/আবার হারিয়ে যাবে ভাবিনি…’ খালি গলায় এই গান পরিবেশনেই উপস্থিত দর্শক উল্লাসে ভাসেন। এরপর তার...