নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে বিনিয়োগকারী, স্টক ব্রোকার, স্টক ডিলার ও ইস্যুয়ার কোম্পানির মধ্যে লেনদেনসংক্রান্ত বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে দুটি নতুন বিধিমালা অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিএসইসির ৯৭৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫ এই রেগুলেশন অনুযায়ী, কোনো বিনিয়োগকারীর সঙ্গে ব্রোকার, ডিলার বা ইস্যুয়ার কোম্পানির বিরোধ দেখা দিলে প্রথমে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে লিখিত আবেদন করতে হবে। এরপর গঠিত মেডিয়েশন বোর্ড সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করবে।সমঝোতা ব্যর্থ হলে বিষয়টি যাবে আরবিট্রেশন ট্রাইব্যুনালে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে বাধ্যতামূলক রায় প্রদান করবে। বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, “নতুন এই বিধিমালা...