মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতায় যুক্তরাষ্ট্র গত দুই বছরে প্রায় ৩৪ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ—প্রায় ২১ বিলিয়ন ডলার—ইসরায়েলের জন্য। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’-এর সাম্প্রতিক দুই প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা ছাড়া ইসরায়েল গাজা, ইয়েমেন বা ইরানের সঙ্গে সামরিক সংঘাতে এতটা বিস্তৃতভাবে যুদ্ধ চালাতে পারত না। বিশেষজ্ঞদের মতে, এই সহায়তা ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডকে দীর্ঘায়িত করার মূল কারণ। মধ্যপ্রাচ্য কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো ওমর এইচ রহমান আল জাজিরাকে বলেন, “যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল গাজা বা অঞ্চলের অন্যান্য স্থানে যুদ্ধ চালাতে সক্ষম হতো না। এই আর্থিক ও সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলের ধ্বংসযজ্ঞ অসম্ভব।” শুধু গাজাতেই ইসরায়েলের হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ১৬০ জন...