শিশুদের জন্য আলাদা বিছানা বরাদ্দের বিষয়টি অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ এবং সময়মতো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিদেশে শিশু জন্মের প্রথম থেকেই আলাদা বিছানায় বা ঘরে শোয়ানোর প্রচলন রয়েছে। বাংলাদেশে অনেক মা-বাবা বড়বেলা পর্যন্ত সন্তানকে নিজেদের বিছানায় শোয়ান, তবে বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট সময়ের পর আলাদা ঘরে বা বিছানায় ঘুমানো শিশুর জন্য ভালো। চিকিৎসকদের একাংশের মতে, শিশু তিন মাস বয়সে মায়ের সঙ্গে একই বিছানায় শোয়ার পরিবর্তে ঘরের মধ্যেই দোলনায় শোয়ানো যেতে পারে। এতে শিশুর ঘুমে বাঁধা পড়বে না এবং মা-বাবা রাতের বেলা শিশুকে দেখতে পারবেন। ছয় থেকে সাত মাস বয়সে শিশুকে ক্রিবে (Crib) শোয়ানো যেতে পারে। ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের জন্য ধীরে ধীরে আলাদা শোয়ানোর ব্যবস্থা করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো না করাই ভালো। চিকিৎসকদের পরামর্শ, যদিও শিশুকে আলাদা...