বিধ্বস্ত হেলিকপ্টারটি মেডিকেল পরিবহন সংস্থা 'রিচ এয়ার মেডিকেল'-এর মালিকানাধীন। দুর্ঘটনার সময় এতে পাইলট, এক ফ্লাইট নার্স এবং এক প্যারামেডিক ছিলেন। তবে সে সময় হেলিকপ্টারে কোনো রোগী ছিলেন না, যা বড় ধরনের প্রাণহানি এড়াতে সহায়ক হয়েছে। স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানান, তিনজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। হেলিকপ্টারটি মহাসড়কে পড়লেও সৌভাগ্যক্রমে কোনো যানবাহন বা পথচারী ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, ইতিমধ্যে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) যৌথভাবে তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে রিচ এয়ার মেডিকেল জানায়,...