বিসিবির নির্বাচনে বর্তমান সরকার ও ক্রীড়া উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ আছে বলেও দাবি করেছেন দেশের সাবেক এই ফুটবল অধিনায়ক। তুমুল বিতর্ক ও প্রশ্নের ঢেউয়ের মধ্যেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নতুন বোর্ডের প্রথম সভাও হয়ে গেছে সোমবার রাতেই। পরে মুলতুবি হওয়া যে সভা মঙ্গলবার দুপুরে শুরু হয়েছে আবার। নির্বাচনকে ঘিরে নানা অভিযোগের ঝড় উঠেছে বেশ কদিন ধরেই। ‘নির্বাচন ফিক্সিংয়ের’অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। নির্বাচনে ‘সরকারে নগ্ন হস্তক্ষেপ’, নানারকম ‘অনিয়ম ও স্বেচ্ছারিতার’ অভিযোগ তুলে সরে দাঁড়ান মোট ২১ প্রার্থী। নির্বাচনের আগেই পরিচালক পদ পাওয়া নিশ্চিত হয়ে যায় ৯ জনের। ক্লাব ক্যাটেগরির...