তবে এর ইতিহাসটা একটু মজার। আসলে ক্রোয়াসাঁ এসেছে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে। সেখানে এটি ‘কিপফেল’ নামে পরিচিত ছিল। পরে ১৮শ শতকে ফরাসি বেকাররা ভিয়েনার কিপফেলকে আধুনিক আকারে ও ফ্লাফি টেক্সচার সহ উন্নত করে ফ্রান্সে পরিচিত করেন। তাই আজ ক্রোয়াসাঁ ফরাসি বেকারিতে বেশি দেখা যায়। পিস্তা ও চকলেট গনাশের সমন্বয়ে তৈরি এই ক্রোসাঁর্ট শুধু দেখতে নয়, স্বাদেও অনন্য। রইল রেসিপি। ক্রিম ফ্রস্টিংয়ের জন্য লাগবে প্রয়োজনমতো বরফের টুকরা, এক কাপ ওলপার্স ক্রিম (ঠান্ডা), তিন চা-চামচ আইসিং সুগার এবং হাফ চা-চামচ ভ্যানিলা এসেন্স। চকলেট গনাশের জন্য লাগবে ডার্ক চকলেট (কুচি করা) ১০০ গ্রাম, ওলপার্স ক্রিম ১/৩ কাপ, মধু ১/২ চা-চামচ এবং ভ্যানিলা এসেন্স ১/৮ চা-চামচ। পিস্তা গনাশ করতে লাগবে পিস্তা (ব্লাঞ্চ ও খোসা ছেঁড়া) ১/২ কাপ, ওলপার্স ক্রিম ১/৩ কাপ, কনডেন্সড মিল্ক ৩ চা-চামচ,...