বাংলাদেশের ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, ভুয়া ঋণ ও অর্থ পাচার এখন জাতীয় অর্থনীতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে দেশের বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। এমন অভিযোগ রয়েছে প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য এবং শিল্পপতিদের বিরুদ্ধে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই আর্থিক অনিয়মের লাগাম টানতে কঠোর অবস্থান নিয়েছে। সরকার ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মুনসুর বলেছেন, “আমরা দেশ ও বিদেশের আর্থিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক লুটের মাধ্যমে টাকা পাচার করেছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে ধাপে ধাপে। আমাদের...