চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। গত অর্থবছরে যা ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ।মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির এই ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এখনও চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি বলছে, মূল্যস্ফীতি কমে আসা এবং ব্যক্তি খাতের ভোগব্যয় বৃদ্ধিই এই প্রবৃদ্ধির মূল চলনশক্তি। তবে রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতায় বিনিয়োগ নিম্নমুখী থাকতে পারে।গত সপ্তাহে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বলেছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি বেড়ে ৫ শতাংশ হতে পারে।এদিকে এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম বলেছেন, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশের জোরেশোরে প্রস্তুতি নেওয়া উচিত। এ ধরনের উত্তরণে অনেক ধরনের...