সম্প্রতি অ্যাডাল্ট ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী নেহাল ভদোলিয়া প্রকাশ্যে অভিযোগ করেছেন, ২০২১ সালে পরিচালক সুভাষ ঘাই তাঁর সঙ্গে অনিচ্ছাকৃত ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন। অভিনেত্রীর দাবি, সেই সময় তিনি সুভাষ ঘাইয়ের ম্যানেজারের সঙ্গে ডেটিং করছিলেন এবং একদিন ম্যানেজারের সঙ্গে ঘাইয়ের বাড়িতে যান। সেখানে এক পর্যায়ে পরিচালক তাঁকে কাছে এসে চুমু দিতে চেষ্টা করেছিলেন, যা নেহাল প্রতিরোধ করেছিলেন। নেহাল বলেন, “আমি এতটাই চমকে গিয়েছিলাম এবং ভয় পেয়েছিলাম যে পুলিশে যাওয়ার কথা মাথায় আসেনি। পরিস্থিতি তখন বুঝে ওঠার মতো ছিল না।” এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনার প্রতিক্রিয়ায় সুভাষ ঘাই একটি বিবৃতিতে বলেন, “আমার বা আমার সংস্থার সুনাম নষ্ট করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার আইনজীবীরা প্রস্তুত।” তিনি আরও যোগ করেন, “যদি কারও প্রকৃত অভিযোগ থাকে, তবে সেটি...