নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ২০টি জে-১০সি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। চীনের তৈরি এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটগুলো কেনা হবে সরাসরি চীনের সঙ্গে সরকার থেকে সরকার পর্যায়ে (জি-টু-জি) চুক্তির মাধ্যমে। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। চুক্তি অনুযায়ী এই ব্যয় ১০ বছরের মধ্যে পরিশোধ করা হবে। প্রতিটি জে-১০সি যুদ্ধবিমানের মূল্য ৬ কোটি ডলার করে ধরা হয়েছে, যার মোট খরচ দাঁড়ায় ১২০ কোটি ডলার। বাকি ১০০ কোটি ডলার ব্যয় হবে বৈদেশিক ও স্থানীয় প্রশিক্ষণ, যন্ত্রপাতি সংগ্রহ, পরিবহন, বিমা, ভ্যাট, এজেন্সি কমিশন এবং অবকাঠামো নির্মাণসহ অন্যান্য আনুষঙ্গিক খাতে। চলতি বছরের মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে গেলে এই যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি আলোচনায় আসে।...