স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে আসছে বিশ্ববিদ্যালয় জীবনের গল্পে নির্মিত অরিজিনাল ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। ক’দিন আগেই এই খবর শোনা গিয়েছিল। এবার জানা গেল ফিল্মটি কবে মুক্তি পাচ্ছে? এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, আগামীকাল রাত ১২টা ১ মিনিটে (৯ অক্টোবর) মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি। লিটল মিস ক্যাওস পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা। এতে রোমান্স, কমেডি ও ক্যাওসের গল্প উঠে এসেছে নতুন ভাবনায়। ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান। তবে সিনেমাটির প্রাণভ্রমরা ‘ইরা’, ‘মারুফ’ ও তাঁদের বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান, সাদ সালমি নাওভী, ক্রিস্টাল ডি’রোজারিও, আইশা খান, তামজিদ তন্ময় প্রমুখ। ওয়েব ফিল্মের গল্পটি মূলত ইরাকে নিয়ে। মেয়েটি বয়সে ছোট, স্বাভাবিকভাবে তার...