বাংলাদেশের রক সংগীতের অন্যতম শক্তিশালী ব্যান্ড ‘অর্থহীন’ তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকার মহাখালীর এসকেএস শপিং মলের ১০ম তলায় অবস্থিত স্কাইফল রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, অ্যালবামটি আগামী ১৭ অক্টোবর ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। পাশাপাশি, ভক্তদের জন্য একটি বিশেষ ‘সিক্রেট লিসেনিং পার্টি’ আয়োজন করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। ‘ফিনিক্সের ডায়েরি ২’ হলো অর্থহীনের আগের সফল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’-এর সিক্যুয়েল। যেখানে প্রথম অ্যালবামটি ছিল সহনশীলতা ও পুনর্জন্মের গল্প, সেখানে নতুন অধ্যায়টি আরও অন্ধকার ও প্রতিশোধপরায়ণ আবহে গড়ে উঠেছে। ‘ফিনিক্সের ডায়েরি ১’ বাংলা নিউ রক ঘরানার প্রবর্তন করেছিল,...