ঢাকা : সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না বলিউড জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। একাধারে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা। অন্যদিকে, গত দু'বছরে হাতে তেমন উল্লেখযোগ্য কোনো ছবি নেই রণবীরেরও। যদিও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।এর মাঝে জীবনে এসেছে কন্যা দুয়ার জন্ম। মেয়ের বয়স সবে এক বছর হলো। এমন কঠিন বা ব্যস্ত সময়ের মাঝেই একেবারে নতুন রূপে ধরা দিলেন এই তারকা দম্পতি। হিজাব পরেছেন দীপিকা, আর শেখদের মতো ঐতিহ্যবাহী পোশাক ও লম্বা দাড়িতে দেখা যাচ্ছে রণবীরকে।রণবীর ও দীপিকার এমন ভিন্নধর্মী সাজপোশাক দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো কৌতূহল প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই আবার আবেগে আপ্লুত হয়ে প্রশংসা করেছেন।জানা গেছে, সম্প্রতি আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই সুপারস্টার জুটি। সেই প্রমোশনাল ভিডিওটিতে দীপিকা...