যুক্তরাষ্ট্রে কর্মরত একজন ভারতীয় নাগরিককে বিয়ে করার স্বপ্ন দেখতেন ১৯ বছরের মেডিকেল শিক্ষার্থী সিধি শর্মা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির খবরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। সিধি বলেন, আমি সবসময়ই ভেবেছিলাম বিয়ের পর আমেরিকায় স্থায়ী হবো। কিন্তু ট্রাম্প যেন আমার স্বপ্নের দরজাই বন্ধ করে দিয়েছে। বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত এইচ-১বি ভিসার ওপর চাপ এবং অভিবাসন নীতির কঠোরতা ভারতের অনেক পরিবারকে চিন্তায় ফেলেছে। বিয়ের জন্য আমেরিকায় থাকা ভারতীয়দের পছন্দ করার ব্যাপারে এখন অনেকেই দ্বিধায় পড়ছেন, কারণ চাকরি হারানো বা ভিসা বাতিল হওয়ার ঝুঁকি বেড়ে গেছে। ভোস ফর ইটারনিটি নামে একটি ম্যাচমেকিং সার্ভিসের প্রতিষ্ঠাতা অনুরাধা গুপ্তা বলেন, অভিবাসন নীতির সিদ্ধান্ত হয় ওয়াশিংটনে, কিন্তু তার প্রভাব পড়ে ভারতের প্রতিটি ডিনার টেবিলে, যেখানে বিয়ের আলোচনা চলে। ভারতে এখনো...