মন্তেভিদিওতে প্রথম বিশ্বকাপের ফাইনালে হারের ৪৮ বছর পর, অবশেষে নিজেদের ঘরের মাঠ বুয়েনস আইরেসে বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এটি ছিল একাদশ বিশ্বকাপ, যার মধ্যে পাঁচবার শিরোপা জিতেছিল আয়োজক দেশ। আর্জেন্টিনাকে এই টুর্নামেন্টের আয়োজক স্বত্ব দেওয়া হয়েছিল ১২ বছর আগে, কিন্তু এর মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। জেনারেল হোর্হে রাফায়েল ভিদেলার নেতৃত্বে সামরিক জান্তা দেশের ক্ষমতা দখল করে। আর্জেন্টিনায় তখন চলছিল চরম সহিংসতার এক অন্ধকার যুগ। এমনকি বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান জেনারেল ওমর অ্যাকটিসকেও হত্যা করা হয়। মাঠের দিকে তাকালে, আর্জেন্টিনার সেই দলটি অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়ে ঠাসা ছিল না, কিন্তু ঘরের মাঠে তারাই ছিল টুর্নামেন্টের অন্যতম দাবিদার। দলের প্রতিটি বিভাগে ছিলেন একজন করে তারকা: রক্ষণে অধিনায়ক দানিয়েল পাসারেলা, মাঝমাঠে ওসভালদো আরদিলেস এবং আক্রমণে গোলমেশিন মারিও কেম্পেস। এই ত্রিভুজকে কেন্দ্র...