অরনী—এক সাধারণ মেয়ে, যার দিনগুলো হঠাৎ অশান্ত হয়ে ওঠে এলাকার বখাটে তারিকুলের কারণে। নানাভাবে অরনীর কাছে যাওয়ার চেষ্টা করে সে, কিন্তু অরনী তাকে কোনো গুরুত্ব দেয় না। তবুও তার পিছু ছাড়ে না তারিকুল। অরনীর সামনে দ্বিধার দেয়াল—একদিকে সে নিজের মর্যাদা বাঁচাতে চায়, অন্যদিকে বাবার কাছে কিছুই বলতে পারে না। এর মধ্যেই নতুন এক ফাঁদ পাতে তারিকুল। মিরাজ নামে এক তরুণকে টাকা দিয়ে অনুরোধ করে অরনীর সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করতে, যেন সে মেয়েটির প্রতিটি গতিবিধি নজর রাখতে পারে। কিন্তু পরিকল্পনা ভেস্তে যায়। কারণ, মিরাজ নিজেই অরনীর প্রতি সহানুভূতিতে জড়িয়ে পড়ে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায় সে। তখনই তারিকুল আরও আগ্রাসী হয়ে ওঠে—অরনী ও মিরাজ দুজনের জীবনেই নামে ভয়, আতঙ্ক আর সংঘাতের ছায়া। প্রযোজক আকাশ রহমান বলেন, ‘আমরা এটিভি ইউএসএ’র মাধ্যমে বাংলা...