ঢাকা: চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঘোষণা করবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা আসবে।এর আগে সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ই. ফ্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।আজ পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ীর নাম প্রকাশিত হবে। উল্লেখ্য, গত বছর (২০২4 সালে) যুক্তরাষ্ট্রের দুই পদার্থবিজ্ঞানী জন জে হোপফিল্ড ও জিওফ্রি ই. হিন্টন এ পুরস্কার পান। কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এবং মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের এ স্বীকৃতি দেওয়া হয়।তার আগের বছর ২০২৩ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে...