মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কার কলম্বোতে জয় পাওয়া বাংলাদেশের মেয়েরা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে, প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ভারতের গৌহাটিতে ইংলিশদের বিপক্ষে শুরুতেই টস হেরেছে বাংলাদেশ। ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ নিতে হবে এই ম্যাচে তা সবারই জানা। অন্তত ইংলিশদের বিশ্বকাপের প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখেই তা নিশ্চিতভাবে বলা যায়। সাউথ আফ্রিকাকে প্রথম ম্যাচে এই গৌহাটিতেই মাত্র ৬৯ রানে অলআউট করে দিয়েছিল ন্যাট সিভার ব্রান্টের দল। ছোট লক্ষ্যে নেমে ২১৫ বল হাতে রেখেই ১০ উইকেটে জয় পায় ইংল্যান্ড। ইংলিশরা বড় জয় পেলেও পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আসা নিগার সুলতানার দল আত্মবিশ্বাসী তা বলাই...