নিজস্ব প্রতিবেদক : অনেকেই ঘরে একা থাকলে নির্দ্বিধায় উলঙ্গ হয়ে গোসল করেন। যদিও বিষয়টি সাধারণ মনে হলেও ইসলামি দৃষ্টিকোণ থেকে এটি মোটেই ঠিক নয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতা ও পর্দার গুরুত্ব বলেছেন— এমনকি একা অবস্থাতেও। ইসলামে পর্দা শুধু মানুষের সামনে নয়, বরং আল্লাহর উপস্থিতি ও সদিচ্ছার স্মরণেও। তাই বাথরুমে খোলামেলা গোসল বা কাপড় পুরোপুরি খুলে থাকার অভ্যাস ইসলামি শরিয়তে নিরুৎসাহিত। রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলার পাঠকদের জানান, বাথরুমে খোলামেলা গোসল করলে তিনটি বড়ো ধরনের ক্ষতি হতে পারে। চলুন দেখি সেই বিপদগুলো কী— বদজ্বিন ও শয়তান বাথরুমে বেশি থাকে। নবীজির নির্দেশিত দোয়া পড়ে বাথরুমে প্রবেশের কারণও এই। যারা গোসলের সময় পুরোপুরি উলঙ্গ থাকেন, তাদের গোপনাঙ্গ নিয়ে বদজ্বিন ও শয়তান খেলা করে বলে মুফতি...