সরকারের বাইরে থেকে বেশিরভাগ ভোটগ্রহণ কর্মকর্তাদের নেওয়া চেষ্টা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হওয়া নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এ কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘সরকারের বাইরে থেকে বেশিরভাগ ভোটগ্রহণ কর্মকর্তাদের নেওয়া যায় কি না, সেই চেষ্টা করব। তাঁরা চাপমুক্ত থেকে কাজ করবেন। ইচ্ছা ছিল ব্যাংক থেকে নেওয়ার, কিন্তু শুনলাম ইসলামী ব্যাংকে অসুবিধা আছে। এখন নতুন করে ভাবতে হবে। ইসি সর্বোচ্চ চেষ্টা করবে। কারও দলীয় উদ্দেশ্য থাকলে অন্তর্যামীই জানেন।’ সিইসি আরও বলেন, ‘আগে ছিল পক্ষে কাজ না করলে অ্যাকশন। এখন নিরপেক্ষভাবে কাজ না করলে অ্যাকশন।’ সিইসি আরও বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে বিশেষ সরকারের অধীনে দেশের ক্রান্তিলগ্নে নির্বাচন করতে যাচ্ছে ইসি। সবার সহযোগিতা...