সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানকালে থুনবার্গের আটক ও পরবর্তী মুক্তির ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প তাকে ‘ঝামেলাবাজ’ বলে মন্তব্য করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে। আটককৃতদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গও। পরে সপ্তাহান্তে ১৩০ জনের বেশি কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। সোমবার (৬ অক্টোবর) থুনবার্গসহ আরো কয়েকজনকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল। আরো পড়ুন :গ্রেটাসহ ১৬৫ জন ফ্লোটিলা অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল সেইদিন ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি একজন ঝামেলাবাজ। এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না, বরং নানা ঝামেলায় জড়াচ্ছেন। তার ডাক্তার দেখানো উচিত,...