বাংলা চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো নায়ক ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এবার তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করলেন প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরী। ইলিয়াস কাঞ্চনের বহু জনপ্রিয় সিনেমার নায়িকা ও প্রাক্তন স্ত্রী অভিনেত্রী দিতি। তার কন্যা লামিয়া চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে ইলিয়াস কাঞ্চনকে একজন ‘অসাধারণ মানুষ’ বলে উল্লেখ করেন লামিয়া।আরো পড়ুন:শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদশর্বরীকে সঙ্গে নিয়ে ‘সাইয়ারা’ সিনেমার নায়কের নয়া মিশন শর্বরীকে সঙ্গে নিয়ে ‘সাইয়ারা’ সিনেমার নায়কের নয়া মিশন এ পোস্টে দিতি-সোহেল চৌধুরীর কন্যা লামিয়া লেখেন, “কাঞ্চন আংকেলের অসুস্থতার খবরটা মাত্রই শুনলাম। তিনি একজন অসাধারণ মানুষ, সমাজের জন্য করেছেন অসংখ্য ভালো কাজ। বিশেষ করে সড়ক নিরাপত্তায় তার অবিরাম লড়াই...