এতে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রের ১৮৪টি কেন্দ্রে নেওয়া হবে। এতে তিন লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পিএসসি জানিয়েছে, এ পরীক্ষায় ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার মোট সময় দুই ঘণ্টা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ ডিজিটের, যা উত্তরপত্রের নির্ধারিত ঘরে কালো বলপেন দিয়ে লিখে নিচের বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্রে সেট নম্বর আগেই মুদ্রিত থাকবে, তাই আলাদাভাবে সেট নম্বর লেখার প্রয়োজন নেই। প্রশ্নপত্র পাওয়ার পর সেট নম্বর মিলিয়ে নিতে বলা হয়েছে।...