০৭ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম বিশ্বজুড়ে বিজ্ঞানপ্রেমীদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঘোষণা করা হবে ২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার ঘোষণার অপেক্ষায় রয়েছেন গবেষক, শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা। সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে, রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করবে। নোবেল পুরস্কার দেওয়া হয় সেইসব বিজ্ঞানী বা গবেষককে, যাদের আবিষ্কার মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই ধারাবাহিকতায়, গতকাল সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৫ সালের নোবেল সপ্তাহ। চলতি বছরের প্রথম ঘোষণায়, চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ই. ফ্রাঙ্কো ও ফ্রেড র্যামসডেল, এবং জাপানের...