সিগন্যাল না মানার কারণে দুর্ঘটনায় পতিত হয় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন। ট্রেনটির লোকো মোটিভ মাস্টার (চালক) সিগন্যাল না মানায় এমন দুর্ঘটনা ঘটেছে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ের কর্মকর্তা। দুর্ঘটনার তথ্য খতিয়ে দেখতে তাৎক্ষণিক রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক ঢাকা, চারসদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী।এছাড়া সিলেট জেলা প্রশাসন থেকেও আলাদা কমিটি করা হয়েছে। উভয় কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।অবশ্য রেলওয়ের তদন্ত কমিটি ট্রেন দুর্ঘটনায় দায়িত্বশীল দুইজনকে সাময়িক বরখাস্ত করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দুর্ঘটনার পর কমিটি গঠন ও বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলো।বরখাস্তকৃতরা হলেন- লোক মাস্টার (চালক) মো. ইলিয়াস ও সহকারী লোক মাস্টার জহিরুল ইসলাম নোমান।এর আগে মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ৭টার...