ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে অবস্থিত তালেপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভেতর ও চারপাশে হাঁটু পানি জমে আছে। প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপ-স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে জমে থাকা পানি এখন যেন ডেঙ্গু মশার অভয়স্থলে পরিণত হয়েছে। আজ (৭ অক্টোবর) মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের ভেতর ও চারপাশে হাঁটু সমান পানি জমার পাশাপাশি, পচা ও দুর্গন্ধযুক্ত পানি যেন এখন ডেঙ্গু মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। তালেপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, হাসপাতালের চারপাশে পানির পচা গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন রোগীসহ তাদের স্বজনরা। পানি জমে থাকায় রোগীদের যে কত ভোগান্তি হয়, তা চোখের সামনে দেখতে হয়। আমি বিষয়টি আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছি। তারা অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও...