বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের একদিন পরই পরিবর্তন আসতে যাচ্ছে। গতকাল (৬ অক্টোবর) নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ইসফাক আহসানকে নিয়ে বিতর্ক তৈরি হয়। আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার কারণে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনএসসি। এবার তার বদলে দায়িত্ব পেতে যাচ্ছেন করপোরেট জগতের পরিচিত মুখ এবং নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। ইসফাকের জায়গায় আলোচনায় ছিল রুবাবা দৌলা, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার আনিতা গাজী রহমান ও নিহাদ কবীরের নাম। তবে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আজ নতুন পরিচালক হিসেবে রুবাবা দৌলাকে আজ মনোনয়ন দিয়েছে এনএসসি। রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি...