বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন যেন এক অবিচল রাজনৈতিক দুর্গ। যেখানে স্বাধীনতার পর থেকে বহুবার পাল্টেছে সংসদ সদস্য, রূপ বদলেছে নির্বাচনী জোটের, কিন্তু এই আসনে বিএনপি-জামায়াতের আধিপত্যই রয়ে গেছে নিরঙ্কুশ। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার মিত্ররা মাঠে নেই, কিন্তু তাদের ভোট ব্যাংককে ঘিরে হিসাব-নিকাশ চলছে জোরেশোরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসনটিতে ৭০ থেকে ৮০ হাজার ভোট রয়েছে আওয়ামী লীগ ও মিত্র জোটের ঘরে। এই ভোট কার ঝুলিতে যাবে, এটাই এখন বগুড়া-৪ আসনের নির্বাচনী উত্তাপের মূল কেন্দ্রবিন্দু। বগুড়া-৪ আসনে মোট ভোটার প্রায় তিন লাখ ২৫ হাজার। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৬০ হাজার। ভোটারদের বড় অংশই কৃষির সঙ্গে জড়িত। জীবিকা ও জীবনধারায় এখনো গ্রামীণ চরিত্র প্রবল। ধর্মীয় আবেগও এ আসনের নির্বাচনী রাজনীতিতে একটি...