ফেনীর সোনাগাজীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য। এসময় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র এবং ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মূল আসামি জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত একটি শটগান ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, একই দিন ভোর ৫টা ১০ মিনিটে সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ জিআর ৮৫/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আবুল হাশেমের ছেলে জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারের সময় আসামিদ্বয় ও তাদের পরিবারের...