ঢাকা:ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম কমেছে। চলতি অক্টোবর মাসে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ২৯ টাকা কমিয়ে এক হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।যা মঙ্গলবার (০৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে এলপিজির নতুন এ মূল্য নির্ধারণ করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন এর ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন ৪৯৫ মার্কিন ডলার এবং ৪৭৫ মার্কিন ডলার অনুযায়ী গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার এবং প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় মূল্য ১২২ দশমিক ২৬ টাকা বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে। তিনি আরও জানান, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা...