যশোর: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত কনসালটেশন কর্মশালায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যতগুলো টিকাদান কর্মসূচি পালিত হয়েছে তার প্রতিটিতেই বাংলাদেশ শীর্ষে থেকেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। গুজবের কারণে টাইফয়েড টিকাদান কর্মসূচি ব্যহত হওয়ার কোনো শংকা আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যশোর কালেক্টরেট সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এবং জেলা তথ্য অফিসের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সাংবাদিকেরা বলেন, এই টিকা কার্যক্রম ব্যহত করার জন্য নানাভাবে গুজব রটানো হচ্ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য পাওয়া গেছে যে কোন কোন অভিভাবক সন্তানদের টিকা না দেওয়ার কথা বলেছেন। জবাবে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম আরো বলেন, টাইফয়েড টিকা কার্যক্রম ব্যহত...