নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে জ্যোতি-নাহিদারা। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করবে টাইগ্রেসরা। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কাইভার ব্রান্ট। ওয়ানডেতে মাত্র একবারই ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছে ইংলিশরা। লড়াইটা তাই কঠিন হলেও, বিশ্বমঞ্চে এবার নিজেদের প্রমাণের সুযোগ নিগারদের সামনে। টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আমরা এর আগে অনেক ভালো করেছি, আর সেটার কারণে আত্মবিশ্বাসও আছে, তবে আজকের ম্যাচটা নতুনভাবে শুরু করতে হবে। আমরা ভালোভাবে বিশ্রাম নিয়েছি এবং আজকের ম্যাচের জন্য ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি—চেষ্টা...