সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে নতুন করে কটাক্ষ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে অংশ নিয়ে ইসরাইলের হাতে আটক ও পরবর্তীতে মুক্তি পাওয়ার পর, ট্রাম্প থুনবার্গকে “ঝামেলাবাজ (troublemaker)” আখ্যা দিয়েছেন। গত শুক্রবার ইসরাইলি নৌবাহিনী গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র ৪০০-রও বেশি মানবাধিকার কর্মীকে আটক করে। তাদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গও। নৌবহরটি ত্রাণ ও ওষুধ নিয়ে গাজার দিকে যাচ্ছিল।ইসরাইলের আটক অভিযান নিয়ে তীব্র আন্তর্জাতিক সমালোচনা হলেও, দেশটি দাবি করে এই নৌযাত্রা তাদের “নিরাপত্তা আইন ভঙ্গ করেছে”। পরে সপ্তাহান্তে ১৩০ জনের বেশি কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়, এবং সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও কয়েকজনকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,...