জনপ্রিয় গাড়ি সংস্থা হুন্দাই নতুন গাড়ির পাশাপাশি পুরোনো গাড়িগুলো নতুনভাবে বাজারে আনছে। কিছুদিন আগেই নতুন রূপে ক্রেটা ফেসলিফ্ট এনেছে বাজারে। যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে গ্রাহকদের। এজন্যই বোধহয় সংস্থা ভেন্যুর নতুন গাড়ি বাজারে আনার সাহস করেছে। বর্তমানে সংস্থার জনপ্রিয় কমপ্যাক্ট এসইউভি ভেন্যুর নতুন সংস্করণ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। নতুন হুন্দাই ভেন্যু ২০২৫ কেবল ডিজাইনেই নয়, প্রযুক্তি ও আরামের দিক থেকেও উল্লেখযোগ্য আপডেট থাকবে। এটি এখন আরও প্রিমিয়াম, হাই-টেক ও কানেকটেড এসইউভি হিসেবে স্থান পাবে। নতুন হুন্দাই ভেন্যু ২০২৫-এর সবচেয়ে বড় পরিবর্তন হবে এর কেবিনে। এতে এখন ব্লুলিঙ্ক কানেক্ট, ভয়েস অ্য়াসিস্ট ও ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো/অ্যাপল কারপ্লে সাপোর্ট সহ একটি সম্পূর্ণ নতুন ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। এতে ক্রেটা ও এক্সসিইটি-তে দেখা একটির মতো একটি বড় ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও থাকবে। এতে...