সেখানে উপজেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কর্মকর্তা মোঃ মীর হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। তাঁরা অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মাধ্যমেই মানবিক সমাজ গঠন সম্ভব। প্রবীণদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সরকার প্রবীণবান্ধব সমাজ গঠনে ভাতা, হেলথ কার্ড, এবং প্রবীণ সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায়...