বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের পুনর্গঠনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। শরিয়াহভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংক-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক–কে একীভূত করে গঠন করা হচ্ছে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। আমানতকারীদের মধ্যে যাদের আমানত ২ লাখ টাকার কম, তারা একবারেই পুরো টাকা তুলে নিতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই পাঁচটি ব্যাংক আর্থিকভাবে এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে, আলাদাভাবে টিকিয়ে রাখা সম্ভব নয়। খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি, পুঁজির ঘাটতি এবং প্রশাসনিক দুর্বলতা মিলিয়ে এগুলো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, পাঁচ ব্যাংকের সম্মিলিত ঋণ প্রায় ১.৯৫ লক্ষ কোটি টাকা, যার মধ্যে ১.৪৭ লক্ষ কোটি টাকা খেলাপি–অর্থাৎ প্রায় ৭৭ শতাংশ। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি...