ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য কিছু করার শেষ সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।তিনি বলেন, ‘দেশের জন্য কিছু করতে এটাকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। কমিটমেন্ট- সুন্দর গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এটা ইসির একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা লাগবে। সবাইকে নিয়ে এগোতে হবে। এটাই শেষ সুযোগ। জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।’মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন।আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাবাহিক সংলাপের তৃতীয় দিনে এই মতবিনিময়।সিইসি বলেন, ‘নির্বাচন নিয়ে নতুন অনেক ইনিশিয়েটিভ নিয়েছি। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সোশাল মিডিয়ার অপতথ্য মোকাবেলা করতে হবে।’সংলাপে উপস্থিত নির্বাচন বিশেষজ্ঞদের...