আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি আর কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি জনপ্রতিনিধি হয়ে থাকলেও সেই পদে থাকার যোগ্যতাও হারাবেন। আইসিটি আইনের সংশোধিত নতুন ধারায় এ বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এতে করে রাজনীতিতে শেখ হাসিনার ফেরার পথ বন্ধ হতে যাচ্ছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সোমবার রাতে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নামে এ সংশোধনী অধ্যাদেশ আকারে জারি করা হয়। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ব্যক্তিরা আর রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকতে পারবেন না। এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার পথও বন্ধ হয়ে গেল। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে নতুন ‘ধারা ২০-সি’ যুক্ত...