বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে দুই মাসব্যাপী (অক্টোবর–নভেম্বর) বিশেষ দাবা প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছেন রাশিয়ার গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভ। যিনি বিশ্বের বহু শীর্ষ গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক দাবাড়ুদের কোচ হিসেবে কাজ করেছেন। এবার তার অভিজ্ঞতা ও কৌশল থেকে সরাসরি উপকৃত হবেন বাংলাদেশের প্রতিভাবান দাবাড়ুরা। বিশেষভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রস্তুতি নিচ্ছেন দুই আন্তর্জাতিক মাস্টার —মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়; যারা আসন্ন দাবা বিশ্বকাপে (ভারতে অনুষ্ঠিতব্য) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রশিক্ষণে আরও অংশ নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় দাবাড়ু- আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শালিক, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, মোহাম্মদ শাকের উল্লাহ, মোহাম্মদ জাভেদ, অনত চৌধুরী,...