উত্তরবঙ্গে বিজেপির জনপ্রতিনিধিদের উপরে হামলার ঘটনায় এখনো অধরা দুষ্কৃতীরা। আজকের মধ্যে গ্রেপ্তার না হলে মামলার হুঁশিয়ারি দিয়েছে তারা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর টুইট যুদ্ধে থেমে নেই উত্তরবঙ্গে বিপর্যয়-রাজনীতি। জলপাইগুড়ির নাগরাকাটায় প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক সংঘাত। সোমবার দুপুরে নাগরাকাটায় আক্রান্ত হয়েছিলেন দুই বিজেপি নেতা। নাগরাকাটা থানায় আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তারপরে ২৪ ঘন্টা কেটে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। বিজেপির পক্ষ থেকে দায়ের করা এফআইআরে নাম রয়েছে মাসুম আখতার, মহাম্মদ মিলন, পিঙ্কি বেগম, সাইবুল হক-সহ আটজনের। এরা সকলে ওই এলাকার বাসিন্দা বলে দাবি করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত রাজ্য সরকারের উদ্দেশে বার্তা দিয়ে...