মধ্যপ্রাচ্যের একদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা, অন্যদিকে তেলআবিব—আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়া নিল এমন এক পদক্ষেপ, যা পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন নথিতে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য, ইরানকে ভয়ংকর সব অস্ত্র দিচ্ছে রাশিয়া, যা ইসরায়েলের কাছে কেবলই হুমকি নয়; বরং এক দুঃস্বপ্ন। গত জুনে ইসরায়েলের আকস্মিক ও অযৌক্তিক হামলার দাঁতভাঙা জবাব দিয়েছিল শক্তিশালী দেশ ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) নিজেদের তৈরি রাডার, জ্যামিং প্রযুক্তি ও অ্যান্টি-এয়ারক্রাফট অস্ত্র দিয়ে ইসরায়েলের শত শত ড্রোন ধ্বংস করে দিয়েছিল। তবু যুদ্ধ শেষে ইরান বুঝে যায়, আধুনিক যুদ্ধবিমান ও উন্নত রাডার নেটওয়ার্ক ছাড়া আকাশের শ্রেষ্ঠত্ব অর্জন করা কঠিন। তাই শুরু হয় সেই প্রস্তুতি, আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়া। তবে এই দুই দেশের সম্পর্ক গভীর হয়েছিল ইউক্রেন যুদ্ধের...