তুরস্কের দেনিজলি শহরের নিকটে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন প্রায় ২,৭০০ বছর পুরনো একটি প্রাচীন মন্দির, যা সম্ভবত ‘মাদার গডেস’ বা মাতৃদেবীর পূজার জন্য ব্যবহৃত হতো। গবেষকদের ধারণা, এটি নির্মাণ করেছিল প্রাচীন ফ্রাইজিয়ান সভ্যতা, যারা খ্রিষ্টপূর্ব ১২০০ থেকে ৬৫০ অব্দ পর্যন্ত এই অঞ্চলে রাজত্ব করত। ফ্রাইজিয়ানদের অন্যতম প্রধান দেবতা ছিলেন প্রকৃতি ও উর্বরতার প্রতীক এক নারী দেবী, যিনি “মাতেরান, মাতার” বা “সিবেলে (Cybele)” নামে পরিচিত ছিলেন। পরবর্তীতে গ্রিক ও রোমান সভ্যতাও এই দেবীর পূজা করত, এবং ফ্রাইজিয়ান রাজত্ব শেষ হওয়ার পরও তার উপাসনা বহু শতাব্দী ধরে টিকে ছিল। আবিষ্কৃত স্থাপনাটিতে রয়েছে একটি ফ্রাইজিয়ান রক মনুমেন্ট, একটি পবিত্র গুহা এবং দুইটি পাথরে খোদাই করা দ্বৈত দেবী মূর্তি। পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ও খনন দলের সহ-নেতা বিলগে ইয়িলমাজ কোলাঞ্জি জানান, “এখানে একাধিক রিচ্যুয়াল বাটি, ড্রেনেজ...