১. বদজ্বিনের আক্রমণবিশ্বনবী (সা.) বলেছেন, তোমরা বাথরুমে প্রবেশের সময় এই দোয়া পড়বে, ‘ আল্লাহুম্মা ইন্নি আউ‘জুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।’ অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি বাথরুমের বদজ্বিন ও শয়তান থেকে। (মুসলিম : ৭১৮)মুফতি ইয়াহইয়া শহিদ বলছেন, নবীজি (সা.) এই দোয়া পড়তে বলার কারণ হলো, বাথরুমে বদজ্বিন ও শয়তানের আনাগোনা বেশি থাকে। কেউ যখন উলঙ্গ হয়ে গোসল করে, তখন শয়তান ও বদজ্বীন তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে। তাই বাথরুমে শয়তান ও বদজ্বিনের আক্রমণ থেকে বাঁচতে হলে খোলামেলা গোসলের অভ্যাস পরিত্যাগ করতে হবে।২. হাতের যেনামুফতি ইয়াহয়া শহিদ বলেন, বাথরুমে খোলামেলা গোসল করার সময় গোপনাঙ্গের দিকে দৃষ্টি পড়ে। এতে শয়তান অনেকের মাথায় চেপে ধরে এবং মনকে হস্তমৈথুনের দিকে প্রভাবিত করে। তাই হস্তমৈথুনের পাপ থেকে বাঁচতে হলে খোলামেলা গোসল...