ইশফাক আহসান থাকছেন না। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় মনোনীত হয়েও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে মনোনযন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিসিবি পরিচালক পদ হারিয়েছেন ব্যবসায়ী ইশফাক। দেখার বিষয় ছিল, জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় তার জায়গায় কে আসেন? এনএসসি কাকে নতুন করে বিসিবি পরিচালক পদে মনোনয়ন দেয়? আজ মঙ্গলবার সকাল থেকেই তা নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন। নানা জল্পনা-কল্পনা। দুপুরে বিসিবি পরিচালক পর্ষদের বর্ধিত সভা শুরুর ঘণ্টাখানেক পরই মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও তার আশপাশে ছড়িয়ে পরে চারটি নাম; রুবাবা দৌলা, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার আনিতা গাজী রহমান ও নিহাদ কবীর। সম্ভাব্য এই চারজনের নাম শোনা গেছে হোম অফ ক্রিকেট ও তার আশপাশে। কিন্তু জানা গেছে শেষ পর্যন্ত রুবাবা দৌলা’ই হতে যাচ্ছেন বিসিবির নতুন পরিচালক। খোঁজ নিয়ে জানা গেছে,...