এনডিটিভি লিখেছে, ওই রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা ডান দিকে ঘুরতেই বিজয়ের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় পরিবারের সবাই অক্ষত থাকলেও মাথায় চোট পেয়েছেন বিজয়। তবে সেই আঘাত গুরুতর নয় বলেও আশ্বস্ত করেছেন তিনি। কদিন আগে দক্ষিণের তারকা রাশমিকার সঙ্গে বিজয়ের বাগদানের খবর চাউর হয়। যদিও রাশমিকা বা বিজয় আনুষ্ঠানিকভাবে বাগদানের বিষয়ে কিছু জানাননি। তবে ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, বিজয়ের হায়দরাবাদের বাড়িতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তারা। সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়বেন রাশমিকা ও বিজয়। পরে অবশ্য বিজয় সোশাল মিডিয়ায় সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন, তার মাথার চোট তেমন কিছু গুরুতর এবং পরিবারের সবাই অক্ষত আছেন। বরং ‘বিরিয়ানি আর বিশ্রাম’ এই দুটোই তাকে দ্রুত সুস্থ করে তুলবে। এক্সে...