ছয় বছর কাটল, মায়ের এখনো ঘোর কাটে না। ছেলেটা মারা গেছে, তা মেনে নিতে পারেন না। রোকেয়া খাতুন এখনো ভাবেন, আবরার ফিরে আসবে, মা বলে ডাকবে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “৬টা বছর! অনেক দিন হয়ে গেল ছেলেটা নেই। কি নিষ্ঠুরভাবে তাকে খুন করেছে! যারা খুন করেছে তাদের সাজা হয়েছে, এটা যেন কার্যকর হয়। আশা করছি এই সরকার রায় কার্যকর করে মামলাটা নিষ্পত্তি করবে।” আবরার ছিলেন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। সেই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট। ওই ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। সেই মামলার রায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর...